ঢাকামঙ্গলবার , ৯ মে ২০২৩
  • অন্যান্য

অস্ত্র মামলায় পলাতক আরাভ খানের ১০ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
মে ৯, ২০২৩ ১২:০৪ অপরাহ্ণ । ১২৪ জন
ছবি: সংগৃহীত

অস্ত্র মামলায় দুবাইয়ে পলাতক রবিউল ইসলাম ওরফে আরাভ খানের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ ও মেট্রো বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মুর্শিদ আহাম্মদের আদালত এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আবুল কাশেম  এ তথ্য জানান।