গত ৩ সেপ্টেম্বর তারিখ সকাল সাড়ে ৮টার দিকে নিহত ওয়াজেদ হোসেন ঝন্টু (২৫)কে, আসামী মোঃ মোমিনুর হোসেন (২৫) পুরোনো শত্রুতার জের ধরে কৌশলে ঝন্টুকে নাস্তা করার কথা বলে হোটেলে নিয়ে যায়। নাস্তা করার একপর্যায়ে মোমিনুর পরিকল্পিতভাবে ঝন্টুকে ধারালো ছুরি দিয়ে বুকে ও মাথায় গুরুতর আঘাত করে। পরবর্তীতে ঝন্টুকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঐ হত্যার ঘটনায় ঝন্টুর বাবা বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে বগুড়া জেলার সদর থানায় একটি মামলা দায়ের করে ।ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বগুড়াসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনার পর থেকে আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে ব্যাপক গোয়েন্দা নজরদারী শুরু হয়। এরই ফলশ্রুতিতে ৬ মে ২০২৩ ইং তারিখে দুপুর ২.৩০ এ সময় মোমিনুর কে নবীনগর, সাভার, ঢাকা এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীগণকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।