ঢাকাবুধবার , ৩ মে ২০২৩
  • অন্যান্য

পদ্মা নদীর চরে বালিচাপা দেওয়া যুবকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
মে ৩, ২০২৩ ১২:২৭ অপরাহ্ণ । ১১৯ জন
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর চরে বালিচাপা দেওয়া অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে, নিহতের পরিচয় এখনও সনাক্ত করতে পারেনি পুলিশ। মঙ্গলবার (২ মে) বিকাল ৫ টার দিকে উপজেলার পদ্মা নদীর বাধের নিচে বৈরাগীর চর বালুর ঘাট থেকে অজ্ঞাত যুবকের এ লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, বৈরাগীর চর বালুর ঘাট এলাকায় মানুষের একটি হাত বের হয়ে আছে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে বালু সরিয়ে এক অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করে।

 

 

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, ঐ যুবককে হত্যার পর সেখানে বালিচাপা দিয়ে রেখে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় সনাক্ত করণ সহ ময়না তদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ওসি জানিয়েছেন