ঢাকারবিবার , ৩০ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

হাফেজ সালমান ফারসীকে সংবর্ধনা

অনলাইন ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৩ ১:২৭ অপরাহ্ণ । ৯৮ জন
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলোর ২০২৩ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন কারী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ সালমান ফারসীকে গতকাল শনিবার নাসিরনগরে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার সকালে সাবেক এমপি সৈয়দ মোর্শেদ কামাল স্মৃতি সংসদের আয়োজনে খান্দুরা সৈয়দ মোর্শেদ কামাল মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে হাফেজ মোহাম্মদ সালমান ফারসী ও তার গর্বিত পিতা এরশাদ কামালকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

পীরজাদা সৈয়দ মাসুদ বখত কায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা শান্তিপুর জামে মসজিদের খতিব মাওলানা শায়খ ড. সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী।

খান্দুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ মোর্শেদ কামাল স্মৃতি সংসদের চেয়ারম্যান সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল- হোসাইন, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি পীরজাদা কাজী আলাউদ্দিন আহমেদ, সৈয়দ সাফায়েত মোর্শেদ শুভ, মাওলানা আনোয়ার হোসেন ও হাফেজ মোহাম্মদ সালমান ফারসীর পিতা মোঃ এরশাদ কামাল।

অনুষ্ঠানে সৈয়দ মোর্শেদ কামাল স্মৃতি সংসদের পক্ষ থেকে হাফেজ মোহাম্মদ সালমান ফারসীর হাতে স্বর্ণ পদক সম্মাননা তুলে দেয়া হয়।

উল্লেখ্য, হাফেজ মোহাম্মদ সালমান ফারসী উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের এরশাদ কামালের ছেলে ও ঢাকা মারকাজুততাহফীজ মাদ্রাসার শিক্ষার্থী।