সময় এখন ফখর জামানের। ওয়ানডেতে টানা তিনটি সেঞ্চুরি পেয়েছেন। এ বছরে আরও যে দুটি ওয়ানডে খেলেছেন, সেখানেও আছে একটি ফিফটি। গতকাল তো একাই করলেন ১৮০ রান। তাঁর এই ইনিংসে ভর করেই নিউজিল্যান্ডের ৩৩৬ রান পাকিস্তান পেরিয়ে গেছে ৭ উইকেট আর ১০ বল হাতে রেখে।
১৮০ রানের ইনিংস খেলার পথে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের একটি রেকর্ড ভেঙেছেন এই ওপেনার। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে দ্রুততম ৩০০০ রানের রেকর্ড এখন ফখরের।