বগুড়ায় আদমদীঘিতে কাভার্ডভ্যানের চাপা বাবা ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) উপজেলার ইন্দইল ব্রিজের কাছে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আদমদীঘি আদমিয়া ফাজিল মাদরাসার সহকারী মৌলভি শিক্ষক ও উপজেলা লক্ষীকোল গ্রামের বাসিন্দা জাহিদুর রহমান এবং তার বাবা লোকমান আলী।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, বাবা-ছেলে দু’জন বাড়ি থেকে মোটরসাইকেলে আদমদীঘি মাদরাসার দিকে যাচ্ছিলেন। ইন্দইল ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী স্টেডফাস্ট নামের কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই বাবা লোকমান আলী মারা যান। আদমদীঘি হাসপাতালে নেয়ার পর ছেলে জাহিদুর রহমানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে ঘটনাস্থল থেকে কার্ভাডভ্যান জব্দ করা হয়েছে।