ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা আব্বাস-আলি সোলেইমানিকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির বাবোলসার শহরে বুধবার সকালে এই ঘটনা ঘটে। এসময় সোলেইমানি স্থানীয় একটি ব্যাংকে গিয়েছিলেন। সেখানেই তাকে গুলি করে মারা হয়। ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তিনি কি কারণে গুলি চালিয়েছেন তা এখনও জানা যায়নি।
আরটি জানিয়েছে, বাবোলসারের ন্যাশনাল ব্যাংকের মধ্যে এই গুলির ঘটনা ঘটে। হামলাকারী নিরাপত্তারক্ষীদের বন্দুক ছিনিয়ে নিয়ে সোলেইমানিকে গুলি করে। গুলিবিদ্ধদের মধ্যে সোলেইমানি ছাড়াও আরও বেশি কয়েকজন রয়েছেন। ফলে এটি টার্গেট কিলিং কিনা তা নিয়েও প্রশ্ন দেখা গেছে।
আলি সোলেইমানির বয়স প্রায় ৭৫ বছর। তিনি ইরানের রাষ্ট্রীয় নীতি নির্ধারণকারী ৮৮ আসনের ‘কাউন্সিল অব এক্সপার্টের’ সদস্য।
ইরানের সুপ্রিম লিডার কে হবে তা নির্ধারনেও ভূমিকা রেখেছেন তিনি। মৃত্যুর সময়েও দায়িত্বে ছিলেন তিনি। সিস্তান বেলুচিস্তান প্রদেশের প্রতিনিধিত্ব করছিলেন তিনি। এছাড়া সুপ্রিম লিডার খামেনি তাকে ইসফাহান প্রদেশের কাশান শহরের ইসলামিক আইনজ্ঞ হিসেবে নিয়োগ দিয়েছিলেন।