ঢাকাবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

আজ থেকে পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল

অনলাইন ডেস্ক
এপ্রিল ২০, ২০২৩ ৯:৫০ পূর্বাহ্ণ । ১২৮ জন
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর আজ থেকে পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল। এর মধ্যেই নিয়মতান্ত্রিকভাবে মোটরসাইকেল চলাচলের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সেতু কর্তৃপক্ষ। গতকাল দুপুর ১১টার দিকে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোলপ্লাজা পরিদর্শন করেছেন সেতু সচিব মো. মনজুর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোটরসাইকেল চলাচলের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন সেতু সচিব। তিনি জানান, মোটরসাইকেলের জন্য একটি ডেডিকেটেড লেন তৈরি করে দেয়া হয়েছে। প্রতি ১৫ সেকেন্ডে একটি ও প্রতি মিনিটে ৪টি মোটরসাইকেল টোল প্রদান করতে পারবে। তবে ডেডিকেটেড লেন ছাড়াও চাপ বেশি থাকলে অন্য বুথে যানবাহন ফাঁকা থাকলে সেখান দিয়ে যাতায়াত করতে পারবে। তিনি আরও বলেন, পদ্মা সেতুর উপর সব যানবাহনের গতি ৬০ কিলোমিটার সে হিসাবে মোটরসাইকেলের গতিও ৬০ কিলোমিটার রাখা হয়েছে। মোটরসাইকেল চলাচলের জন্য সার্ভিস লেন থাকবে। যেসব শর্ত দেয়া হয়েছে যাত্রীরা তা মেনে চললে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না, ঈদযাত্রা নিরাপদ হবে।

নিয়মমাফিক চলতে পারলে ঈদ পরবর্তী সময়ে মোটরসাইকেল চালু রাখা হবে। যদি কোনো যানবাহন অতিরিক্ত গতিতে যায় তবে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে, তারা তাদের মতো করে ব্যবস্থা নেবে। সবাই যদি নিয়ম মেনে চলে, তবে সাময়িক মোটরসাইকেলের এই চলাচলের বিষয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হবে। স্থায়ীভাবে সুযোগ দেয়া যায় কিনা। এ সময় আরও উপস্থিত ছিলেন  পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের, নির্বাহী প্রকৌশলী রজ্জব আলী প্রমুখ।