নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। একইসঙ্গে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য দোয়া করেন মুসল্লিরা। এ সময় ইসলামী আন্দোলনের নেতাকর্মীসহ সাধারণ মানুষরাও অংশ নেন।
মুসল্লিরা জানান, গত কয়েকদিন ধরে খুলনায় তাপদাহ চলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং। ফলে প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। রোদে কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠছেন শ্রমজীবী মানুষরা। এছাড়াও বিভিন্ন স্থানে সড়কের পিচ গলে যাচ্ছে।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজা জানান, গত ১৬ এপ্রিল খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা গত ২৩ বছরের মধ্যে বেশি।