ঢাকামঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

আরও এক নিষেধাজ্ঞা তালেবানের, আফগান মহিলারা জাতিসংঘে কাজ করতে পারবেন না

অনলাইন ডেস্ক
এপ্রিল ১৮, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ণ । ১২৭ জন
ছবি : সংগৃহীত

ক্ষমতায় আসার পরই আফগান মেয়েদের পড়াশোনায় নিষেধাজ্ঞা জারি করেছিল তালেবান। পরে যদিও ঘরে-বাইরে চাপের জেরে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়। এবার জাতিসংঘে আফগান মহিলাদের কাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল তালেবান সরকার। ইতিমধ্যে এ বিষয়ে তালেবান সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। এটি আভ্যন্তরীণ সিদ্ধান্ত জানিয়ে নির্দেশিকায় বলা হয়েছে, “সব পক্ষের তরফে এই সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত।”

জাতিসংঘে আফগান মহিলাদের কাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার বিষয়টি জানিয়ে বিবৃতিও দিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, ‘জাতিসংঘের কাজে বাধা সৃষ্টি করতে চায় না ইসলামি রাষ্ট্র। বরং এটা স্পষ্ট করতে চায় যে, এটি আফগানিস্তানের একটি অভ্যন্তরীণ সমস্যা, সব পক্ষের এই সিদ্ধান্তে সম্মান জানানো উচিত।”