ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

জাপানের প্রধানমন্ত্রীর কিশিদার উপর স্মোক বোমা হামলা

অনলাইন ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৩ ১১:১৮ পূর্বাহ্ণ । ১১৯ জন
জাপানের প্রধানমন্ত্রীর কিশিদার উপর স্মোক বোমা হামলা

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে শনিবার বোমা হামলা হয়েছে। তবে হামলার সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীদের তৎপরতার ফলে অক্ষত আছেন কিশিদা।

স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ২৫ মিনিটে জাপানের ওয়াকাইয়ামা শহরে এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ওয়াকাইয়ামা শহরের শনিবার সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। নির্দিষ্ট সময়ে তিনি মঞ্চে ওঠার পরপরই তাকে লক্ষ্য করে ছোড়া হয় বোমাটি। খবর জাপান টাইমসের।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বোমাটি প্রাণঘাতি ছিল না।  প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া সেই বস্তুটি ‘স্মোক বোম্ব’ জাতীয় বোমা ছিল বলে ধারণা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ধরনের বোমায় ব্যাপক পরিমাণে ধোঁয়া সৃষ্টি হলেও বিস্ফোরণজনিত ক্ষয়ক্ষতি হয় না।

স্থানীয় একটি উপনির্বাচনে ক্ষমতাসীন এলডিপির প্রার্থীর জন্য প্রচারণা চালাতে ওই জনসভায় যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী কিশিদা।