ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

ব্যবসায়ীদের  আহাজারি-আর্তনাদে ভারী হয়ে উঠেছে রাজধানীর নিউ মার্কেট এলাকা

অনলাইন ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৩ ৯:৫৭ পূর্বাহ্ণ । ১২৮ জন
ছবি : সংগৃহীত

ব্যবসায়ীদের  আহাজারি-আর্তনাদে ভারী হয়ে উঠেছে রাজধানীর নিউ মার্কেট এলাকা ।রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে  আগুন লেগেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। তিনতলা ভবনটির চারপাশে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ফায়ার সার্ভিস সদস্যদের সাহায্য করছেন বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার গণমাধ্যমকে জানান, আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২৮ করা হয়েছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে বিজিবি সদরদপ্তর জানিয়েছে।

ঘটনাস্থল থেকে  আলোকচিত্রে মাধ্যমে জানা যায়, নিউমার্কেট এলাকায় উৎসুক জনতার ভিড় বাড়ছে। ফলে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পোহাতে হচ্ছে।
এদিকে অনেক ব্যবসায়ীদের সেখানে কান্নাকাটি করতে দেখা যায়। তাদের কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে দোকানের মালামাল বের করতে আপ্রাণ চেষ্টা করছেন।
ব্যবসায়ীরা জানান, গতকাল ছুটি ও পয়লা বৈশাখের দিন থাকায় মাঝরাত পর্যন্ত দোকান খোলা ছিল। ভোরে তারা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।