ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩
  • অন্যান্য

বগুড়ায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে

অনলাইন ডেস্ক
মার্চ ৩০, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ । ১১২ জন
ছবি : সংগৃহীত

শুষ্ক মৌসুমে পাট ও উফশী আউশ ধানের উৎপাদন বাড়াতে বুধবার বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। নন্দীগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম প্রমুখ।