ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০২৩
  • অন্যান্য

জীবনের পছন্দের মুহূর্ত ছিল পাকিস্তানে কাটানো রমজান: জেমিমা

অনলাইন ডেস্ক
মার্চ ২৫, ২০২৩ ১১:১৪ পূর্বাহ্ণ । ১১১ জন
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী ও হলিউড প্রডিউসার জেমিমা গোল্ডস্মিথ জানিয়েছেন, তার জীবনের সবচেয়ে পছন্দের মুহূর্ত ছিল পাকিস্তানে কাটানো রমজান।

জেমিমা নিজের সিনেমা ‘Whats love got to di with it’-এর একটি ভিডিও ক্লিপ বৃহস্পতিবার টুইটারে শেয়ার করেন। সেখানেই তিনি একথা জানান।

ওই টুইটবার্তায় জেমিমা মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, পাকিস্তানে কাটানো আমার সবচেয়ে পছন্দনীয় সময় ছিল রমজান মাস।

তিনি বলেন, ‘রমজান শুধু অনাহার থাকার নাম নয়; একইসাথে এটি পুণ্য অর্জন ও উন্নত মানুষ হওয়ার মাসও।’ তিনি এ মাসে সবাইকে অনর্থক বিষয় এড়িয়ে চলার ও মিথ্যা বলা থেকে বিরত থাকার আহ্বানও জানান।

জেমিমা বলেন, ‘এটি চিন্তা-ভাবনা, দান-অনুগ্রহ ও ক্ষমা করার মাস।’ একইসাথে রমজান পরিবার ও স্বজনদের সময় দেয়ারও মুহূর্ত বলে মন্তব্য করেন জেমিমা।