হজযাত্রীদের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় আবারও হজ নিবন্ধনের সময় বাড়িয়েছে সরকার। গতকাল ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, হজযাত্রীদের বিশেষ অনুরোধে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ২১ মার্চ পর্যন্ত শেষবারের মতো বৃদ্ধি করা হলো।
এর আগে ৭ মার্চ দেওয়া বিজ্ঞপ্তিতেও ধর্ম মন্ত্রণালয় জানিয়েছিল, ১৬ মার্চ পর্যন্ত চূড়ান্ত এবং শেষবারের মতো নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে।হজ প্যাকেজের খরচ প্রায় দ্বিগুণ করা নিয়ে ব্যাপক সমালোচনা সত্ত্বেও সরকারের পক্ষে এর খরচ কমানোর কোনো সুযোগ নেই বলে গতকাল দুপুরে জানান ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাসেম।
বাংলাদেশ থেকে এ বছর হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার জন। হজ প্যাকেজের খরচ প্রায় দ্বিগুণ করায় নিবন্ধনের জন্য তিন দফা সময় বাড়িয়েও সম্ভাব্য হজযাত্রীদের কাছ থেকে প্রয়োজনীয় সংখ্যায় সাড়া না পেয়ে চতুর্থ দফায় সময় বৃদ্ধি করল সরকার। আশকোনা হজক্যাম্প সূত্রে জানা গেছে, এ পর্যন্ত নিবন্ধন করেছেন ১ লাখ ৫৬২ জন হজযাত্রী। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।