বগুড়া কাঠ শিল্প শ্রমিক ইউনিয়নের হাকিরমোড় কার্যালয়ে সংগঠনটির ত্রি- বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন পরিচালনা কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভূক্ত এই শ্রমিক সংগঠনের বর্তমান পরিচালনা পর্ষদের সময় শেষ হওয়ায় সম্মেলনের মাধ্যমে নতুন পরিচালনা কমিটি আগামী তিন বৎসরের জন্য নির্বাচিত হয়েছে ।
নির্বাচনের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া কাঠ শিল্প শ্রমিক ইউনিয়ন ত্রি- বার্ষিক সম্মেলন-২০২৩ এর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বগুড়া পৌরসভার ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ এরশাদুল বারী এরশাদ। ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন ।
শ্রমিক সংগঠনটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন । এবারের সম্মেলনে নির্ধারিত সময়ে নির্বাচনের তফশীল ঘোষণা করে মনোনয়ণ পত্র সংগ্রহ যাচাই-বাছাই সহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয় । এছাড়াও অতিরিক্ত তিনটি সৃষ্ট পদের দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয় ।
প্রধান অতিথর বক্তব্যে কাউন্সিলর এরশাদ নতুন নেতৃত্বকে স্বাগত জানান । নতুন কমিটির নির্বাচিত সকল সদস্যদের যুগপৎভাবে শ্রকিদের স্বার্থসংরক্ষণে ও দেশের আর্থ -সামাজিক বিষয়ে অবদান রাখতে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ।
এছাড়াও , সম্মেলনে সংগঠনটির সকল দস্য , সাবেক পরিচালনা পর্ষদের সদস্য, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।