ইউক্রেনের রাজধানী কিয়েভের মেট্রোতে এক যুবতীকে নির্মমভাবে মারধর করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ, ওই নারী মেট্রোর ভেতরে রাশিয়া সমর্থনে স্লোগান দিয়েছিলেন। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি সাদা টি-শার্ট পরে ভিড়ের মাঝে থাকা ওই নারীকে চড় ও লাথি মারছেন, আর আশপাশের যাত্রীরা শুধু দেখেই যাচ্ছেন।
ভিডিওটিতে দেখা যায়, এক পর্যায়ে ওই ব্যক্তির চড়ে নারীর মাথা মেট্রোর একটি খুঁটির সঙ্গে ধাক্কা খায়। কয়েক দফা চড়-থাপ্পড়ের পর এক নারী হামলাকারীকে থামানোর চেষ্টা করলেও পরে আরও দুই পুরুষ এসে ওই নারীকে টেনে নিয়ে যায়।
রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম আরটি (RT) ভিডিওটি শেয়ার করে দাবি করেছে, ভিড়ের অনেকেই হামলার সময় উল্লাস করছিলেন এবং বলছিলেন, “সে তো রাশিয়ার পক্ষে, তাই ওকে মারা বৈধ।” তারা প্রশ্ন তোলে, “এই কি ইউক্রেনের পশ্চিমা সমর্থিত গণতন্ত্র?”
অন্যদিকে ইউক্রেনের মিডিয়া সূত্র অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ১৭ জুলাই। তারা জানায়, মেট্রোর এক যাত্রী “গ্লোরি টু রাশিয়া”-সহ বিভিন্ন অশালীন ও রুশপন্থী স্লোগান দিতে শুরু করলে অন্য যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়, ওই নারী ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক আচরণ করছিলেন এবং অশ্লীল শব্দ ব্যবহার করছিলেন।
ঘটনার পর ওই নারীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়।