ঢাকাশনিবার , ১৮ মার্চ ২০২৩
  • অন্যান্য

বগুড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত

admin
মার্চ ১৮, ২০২৩ ১২:০১ অপরাহ্ণ । ৯২ জন

১৭ মার্চ ২০২৩ তারিখ স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শিশু কিশোর শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আয়োজিত শিশু সমাবেশে ১০৩ পাউন্ডের কেক কাটার মাধ্যমে জাতির পিতার জন্মবার্ষিকীর শুভ সূচনা করা হয়।

র‌্যালি শেষে জিলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সিভিল সার্জন ডা. শফিউল আজম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল মমিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীনেশ সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন, উজ্জল কুমার ঘোষ, বগুড়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন।