ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট তথ্য অনুযায়ী, রবিবার মোট ৩০টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট।
একই ধরনের বিঘ্ন দেখা গেছে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর এবং লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। এমনকি মুলতান, পেশোয়ার, কোয়েটা, সিয়ালকোট ও ফয়সালাবাদসহ ছোট ছোট বিমানবন্দরগুলোর কার্যক্রমেও ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটেছে।
জাতীয় পতাকাবাহী বিমান সংস্থায় দুই দশকেরও বেশি সময় কাজ করা বিমান চলাচল বিশেষজ্ঞ কাসির আনসারি জানান, এই বাতিলগুলো একাধিক কারিগরি ও পরিচালনাগত সমস্যার কারণে ঘটছে।