fgh
ঢাকাশনিবার , ২২ জুন ২০২৪
  • অন্যান্য

পদ্মায় গোসলে গিয়ে প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক
জুন ২২, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ । ১১২ জন

চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে পদ্মা নদীতে গোসলে নেমে প্রাণ হারিছেন এক যুবক। ওই নিহত যুবকের নাম জাবের হাসান (২৫)। তিনি নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার মৃত আবু বক্করের ছেলে।

গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে চাচার বাড়ি পাবনা সাঁথিয়া এলাকার পদ্মা নদীতে গোসলে নেমে চোরাবালিতে আটকে যাওয়ার পর পানিতে ডুবে মারা যায়। নিহত জাবের রাজশাহী নার্সিং কলেজে পড়াশোনা করতো।

নিহত জাবেরের বন্ধু তারেক হাসান জানান, দুপুরে জাবেরসহ ৩ বন্ধু সাঁথিয়াতে চাচার বাড়ির অদূরে পদ্মায় গোসল করতে নামে। একপর্যায়ে বালুচরে জাবেরের এক পা আটকে যায়। সে অপর পা দিয়ে নিজেকে উদ্ধার করতে প্রাণপণ চেষ্টা চালালে ক্রমশ ডুবে যেতে থাকে। এ সময় সঙ্গীয় বন্ধুদের সাহায্য চাইলে ভয়ে কেউ এগোনোর সাহস পায়নি। তাদের দীর্ঘক্ষণ চিৎকার ও ডাকাডাকির একপর্যায়ে নদীর আশপাশের লোকজন ছুটে আসে। কিন্তু ততক্ষণে জাবের পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। বনপাড়া পৌর কাউন্সিলর শরীফুন্নেছা শিরিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।