fgh
ঢাকাশনিবার , ১ জুন ২০২৪
  • অন্যান্য

ট্রেন বন্ধ রেখে বাস মালিকদের সুযোগ দেওয়া: রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক:
জুন ১, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ । ১১৫ জন

ট্রেন বন্ধ রেখে বাস মালিকদের সুযোগ দেওয়া বিকৃত মানসিকতার পরিচয় বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি বলেন, ‘কোনো অবস্থায় রেল বন্ধ করে কাউকে সুবিধা দেওয়া হবে না।’ শনিবার সকালে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সামনে জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ, বিজ্ঞান মেলা ও কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী এসব কথা বলেন।

জিল্লুল হাকিম বলেন, ‘মাঝে মাঝে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে দু-একটি ট্রেন বন্ধ রাখা হয়। বতর্মানে রেল সম্প্রসারণ হচ্ছে, প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন নতুন লাইন সংযোজন, বগি ও ইঞ্জিন আমদানি করা হচ্ছে। আমরা এরই মধ্যে ভারত থেকে ২০০ বগির জন্য চুক্তি সম্পাদন করেছি। এ ছাড়া দক্ষিণ কোরিয়া থেকে আরো ২৬০টি বগি আসবে। এর চুক্তিও খুব তাড়াতাড়ি সম্পাদন হবে।’

ঈদুল আজহায় ট্রেনে চলাচলকারী মানুষের কোনো ভোগান্তি হবে না বলে আশাবাদ ব্যক্ত করে রেলমন্ত্রী বলেন, সবার সহযোগিতা ও দোয়ায় গত ঈদের মতো এবারও ভালোভাবে মানুষকে বাড়ি পৌঁছে দিতে পারব। গত ঈদে মানুষ যেমন বাহবা দিয়েছে এবারো বাহবা ধরে রাখতে পারব। বরাবরের মতো এবারো রেলের সব ধরনের ব্যবস্থা থাকবে, ঈদের আগে তিন দিন থাকবে কোরবানির পশু বহনের বিশেষ ক্যাটল ট্রেন।

তিনি বলেন, কিছু মানুষ আছে যাদের সফলতা ভালো লাগে না, যারা উন্নয়ন চোখে দেখে না, তাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। পরে বিকালে রাজবাড়ী ও বালিয়াকান্দি উপজেলার সীমান্তবর্তী এলাকা মাসালিয়ায় শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রেলমন্ত্রী।