বগুড়ায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আল হেরা যুব সংঘের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলার শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের জোড়া দক্ষিণপাড়া এলাকায় বাইতুন নূর জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা গোলাম রাব্বানী। এছাড়াও অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ (দুপচাচিয়া-আদমদীঘি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ আবু তাহের।
অনুষ্ঠানে মুসলিম ইতিহাসের প্রথম যুদ্ধ বদরের ইতিহাস ও ব্যাখ্যা তুলে ধরে বক্তারা বলেন; বদরের ময়দানে কাফেরদের তিন হাজার সৈন্যের পরিবর্তে মুসলিমদের মাত্র ৩১৩ জন সৈন্য নিয়ে শুধুমাত্র আল্লাহ তায়ালার উপর ভরসা করে যে বিজয় মুসলমানরা অর্জন করেছিল তা এই ইতিহাসে চিরজীবন লেখা থাকবে। সেই সাথে বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপট তুলে ধরে তারা আরো বলেন বাংলাদেশে অবশ্যই ইসলামী রাষ্ট্র কায়েম করা জরুরী। ইসলামী রাষ্ট্র ছাড়া দেশ পরিচালনা ও দেশ স্থিতিশীল কখনোই সম্ভব নয় । বিগত স্বৈরাচার দেশকে যেভাবে শোষণ করে গেছে তা বলার অপেক্ষা রাখে না। তাকে দেশে ফিরিয়ে এনে নে দৃষ্টান্তমূলক শাস্তির কথাও জানান তারা।
এছাড়াও প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী বলেন; বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো জান্নাতের টিকিট বিক্রি করে না । তারা দেশের মানুষকে এই পথ দেখাতে পারে যে, কিভাবে জান্নাতে যাওয়া যায়। তাই এসব মিথ্যা কথা ও গুজবে কান না দিয়ে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আইন প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে আল হেরা যুব সংঘের উদ্যোগে একটানা ৪০দিন নামাজ আদায় করা এবং শিশুদের মাঝে পুরস্কার সামগ্রী তুলে দেওয়া ও দোয়া মাহফিল শেষে ইফতারের আয়োজন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা অধ্যাপক আব্দুস সালাম, ইউনিয়ন জামাতে আমি নজরুল ইসলাম, মাওলানা আনারুজ্জামান, মাওলানা নুর আলম সিদ্দিকী,মাওলানা রাকিবুল ইসলাম সহ আল হেরা যুব সংঘের সদস্যরা।