fgh
ঢাকারবিবার , ২৮ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

মানিকগঞ্জে ‘হিট স্ট্রোকে’ প্রধান শিক্ষকের মৃত্যু

অনলাইন ডেস্ক:
এপ্রিল ২৮, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ । ১৮১ জন

মানিকগঞ্জে তীব্র দাবদাহে হিট স্ট্রোকে হাছিনা পারভীন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার বাসুদেবপুর ২৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার দুপুরে ঢাকার পপুলার হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি গোলাম ফারুক।

হাছিনা পারভীন সদর উপজেলার জয়রা গ্রামে বসবাস করতেন।

বিদ্যালয়ের সভাপতি গোলাম ফারুক জানান, শিক্ষক হাছিনা পারভীন স্ট্রোক করে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি ঢাকার পপুলার হাসপাতালে শনিবার দুপুরে হিট স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন