fgh
ঢাকাশনিবার , ২০ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

সুন্দরবনে বাঘের আক্রমণে প্রাণ গেল মৌয়ালের

অনলাইন ডেস্ক
এপ্রিল ২০, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ । ১৪৭ জন
সংগৃহীত

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে সুন্দরবনে তালপট্রি এলাকায় এ ঘটনা ঘটে। ওই মৌয়ালের নাম মনিরুজ্জামান বাচ্চু।বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার (এসও) হাবিবুল ইসলাম জানান, ২ এপ্রিল পাশ নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে তিনি বাঘের হামলায় নিহত হয়েছেন।বন থেকে ফিরে আরেক মৌয়াল বিল্লাল কয়াল জানান, তালপট্রি এলাকায় সকাল ১১টায় মধু সংগ্রহের সময় বাচ্চু বাঘের কবলে পড়ে প্রাণ হারান। বন-বিভাগের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে আনা হয়েছে।সাতক্ষীরা রেঞ্জের বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বন-বিধি মতে বাঘের কবলে প্রাণ হারানো ব্যক্তির পরিবারকে তিন লাখ টাকা সহায়তা দেওয়া হবে।