fgh
ঢাকামঙ্গলবার , ৯ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

কমলাপুরে ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ

অনলাইন ডেস্ক
এপ্রিল ৯, ২০২৪ ১২:০৭ অপরাহ্ণ । ১৫৮ জন

ঈদুল ফিতর উপলক্ষে ঈদ যাত্রাকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুরে রেলস্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। মঙ্গলবার সকাল থেকে সাড়ে ৯টা পর্যন্ত ১৭টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। আগের মতো ট্রেন দেরি ছেড়ে যাওয়া কিংবা ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার অভিযোগ এবার নেই। তবে মানুষের চাপের কারণে কিছু ভোগান্তি পোহাতে হচ্ছে।

কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায়, সকাল থেকেই ঈদের ঘুরে ফেরা মানুষের চাপ বেড়েছে। অনেকের ট্রেনের সময় হয়নি তবু আগেই চলে এসেছেন স্টেশনে। টিকিট কাউন্টারের সামনেও কিছু লোকের জটলা দেখা গেছে।

সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী সোহাগ হোসেন বলেন, অনলাইনে টিকিট কাটায় কোনো ভোগান্তি হয়নি।

আর এখানে এসে মানুষের চাপের কারণে কিছুটা কষ্ট হচ্ছে। তবে এটি ঈদে স্বাভাবিক পরিস্থিতি। আমরা এতে অভ্যস্থ। 

কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৭টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কমলাপুর ছেড়েছে।

আজ সকাল থেকে যাত্রীদের চাপ বাড়লেও সবগুলো ট্রেন যথাসময়ে স্টেশন ছেড়ে গেছে। যাত্রী সাধারণের কোনো অভিযোগ-আপত্তি নেই। দিনের বাকি সময়ও নিরাপদ যাত্রা হবে বলে আশা করছি।