রপ্তানিকারকদের জন্য ডলারের দাম আরেক দফা বাড়ানো হয়েছে। এখন থেকে রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে ১০৩ টাকা পাবেন। এর আগে এই দর ছিল ১০২ টাকা। ডলারের নতুন এ দর গতকাল বুধবার থেকে কার্যকর করা হয়েছে।
গতকাল বুধবার অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) সব ব্যাংককে চিঠি দিয়ে তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
জানা গেছে, এবিবি ও বাফেদার নেতারা গত মঙ্গলবার ডলারের দাম নির্ধারণে এক বৈঠকে বসেন। ওই বৈঠকে তারা রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম ১ টাকা বাড়াতে সিদ্ধান্ত নেন। কিন্তু প্রবাসী আয় ও আমদানির দায় শোধের ক্ষেত্রে ডলারের দাম অপরিবর্তিত রাখেন।
বাফেদার চিঠিতে বলা হয়, এখন থেকে রপ্তানি আয়ের ক্ষেত্রে রপ্তানিকারকদের জন্য প্রতি ডলারের দাম হবে ১০৩ টাকা। গত জানুয়ারিতে রপ্তানি আয়ের বিপরীতে ডলারের দাম ১০২ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাসে রপ্তানি আয়ে প্রতি ডলারের দাম ছিল ১০১ টাকা। নতুন সিদ্ধান্তের ফলে রপ্তানিকারকরা আগের তুলনায় বেশি অর্থ পাবেন।
এদিকে প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম ১০৭ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। আর আমদানির দায় পরিশোধের ক্ষেত্রে ডলারের মূল্য হবে প্রবাসী ও রপ্তানি আয়ের জন্য ঠিক করা দামের গড়ের চেয়ে ৫০ পয়সা বেশি। সংশ্লিষ্টরা বলছেন, এতে দেশের রপ্তানি আয় আরও বাড়বে। ফলে দেশে চলমান ডলার সংকটও দ্রুত কেটে যাবে।