fgh
ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

ইউক্রেনে এক পরিবারের সবাইকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ । ১৭০ জন

রুশ অধিকৃত পূর্ব ইউক্রেনের ভলনোভাখা শহরের এক পরিবারের সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার এই পরিবারের দুই শিশুসহ নয়জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তা।

ইউক্রেনের একজন কর্মকর্তা দিমিত্র লুবিনেটস সোমবার বলেন, এ হত্যাকাণ্ডে রাশিয়া জড়িত। টেলিগ্রামে তিনি বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, দখলদাররা পুরো পরিবারকে হত্যা করেছে। পরিবারটি জন্মদিন পালন করছিল এবং চেচনিয়া দখলদারকে তাদের বাড়ি দিতে না চাওয়ায় তারা হত্যার শিকার হয়েছেন।

এ দিকে রুশ তদন্তকারীরা বলছেন, এই ঘটনার সঙ্গে জড়িত দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তারা বলছেন, এরা সুদূর প্রাচ্যের রুশ সেনা।