fgh
ঢাকাশনিবার , ২১ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

ইসরাইলকে অবিলম্বে গাজায় ‘গণহত্যা’ বন্ধ করার আহবান এরদোগানের

অনলাইন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ । ৩১৩ জন
 তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর এক বার্তায় তিনি ইসরাইলকে এই আহ্বান জানান।

এরদোগান বলেন, পশ্চিমা শক্তি ও গণমাধ্যমের মদদপুষ্ট ‘উন্মাদনা’ থেকে এই অঞ্চলকে রক্ষা করতে হবে।

তিনি বলেন, ইসরাইল গাজায় আক্রমণ করার মতো ভুল থেকে ফিরে আসার পরিবর্তে আরো অঞ্চলে হামলার জন্য উসকানি দিচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমি ইসরাইলি নেতৃত্বের প্রতি আমার আহ্বান পুনর্ব্যক্ত করছি, তারা যেন বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিধি না বাড়ায় এবং অবিলম্বে গণহত্যার মতো অভিযান বন্ধ করে।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।

সূত্র : আল-জাজিরা