fgh
ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৮, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ । ১৯৩ জন

কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মি ও আলেম-ওলামাদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল আনুমানিক ৭টার দিকে শহরের চারমাথা এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, জামায়াত নেতা মাওলানা শহিদুল ইসলাম, আব্দুল হামিদ বেগ, শ্রমিক নেতা আজগর আলী প্রমূখ।

বক্তারা দেশ ও জনগণের স্বার্থে অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবী জানান। সেই সাথে আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান, সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ গ্রেফতারক সকল নেতাকর্মি ও আলেম-ওলামার মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।