fgh
ঢাকামঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

পৃথিবীর যেকোনো শক্তি মোকাবিলার করার যোগ্যতা আছে আ.লীগের : রাজ্জাক

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ । ১৬১ জন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমেরিকা, যুক্তরাজ্যের লন্ডনে আওয়ামী লীগের শক্তি নেই। আওয়ামী লীগের শক্তি বাংলাদেশের জনগণ। জনগণের এই শক্তি দিয়েই পৃথিবীর যেকোনো শক্তিকে আমরা মোকাবিলা করার যোগ্যতা রাখি।

বিশেষ বর্ধিত সভায় মধুপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল গফুর মন্টু, ডা. মীর ফরহাদুল আলম মনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলামসহ আওয়ামী লীগের একটি অংশের বিভিন্ন স্তরের প্রায় ৪০ জন নেতাকর্মী বক্তব্য রাখেন।

ড. মো. আব্দুর রাজ্জাক বিএনপির বর্তমান আন্দোলনের দিকে ইঙ্গিত করে বলেন, বিএনপি নিজের কবর নিজেই খুঁড়েছে। ১৪ বছরের আন্দোলনে সেই কবর থেকে পা এখনো উঠাতে পারেনি। বিএনপিরা এখন আন্দোলনের ভয় দেখাচ্ছে। এই ভয় আর আতঙ্ক আমাদের কর্মীদের দমাতে পারবে না। আমরা তাদের মোকাবেলা করব।

তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নেব, একইসঙ্গে রাজপথে আন্দোলন করব। সব ষড়যন্ত্রের মোকাবেলা করব