ঢাকাশুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

ইউক্রেনের প্রেসিডেন্ট কানাডা সফরে, চাইবেন জোরালো সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৩ ২:১১ অপরাহ্ণ । ১১৭ জন

ইউক্রেনের যুদ্ধ শুরুর পর প্রথম কানাডা সফরে গেলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সহায়তা আরও জোরালো করতে প্রেসিডেন্ট ট্রুডোর সহায়তা চাইবেন তিনি।

শুক্রবার এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি বৃহস্পতিবার রাতে কানাডা এসেছেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে কানাডা গেছেন।

ওয়াশিংটন থেকে অটোয়ায় বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর এটাই জেলেনস্কির প্রথম কানাডা সফর।

ওয়াশিংটনে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করেন।কানাডায় একটি বড় ইউক্রেনীয় সম্প্রদায় রয়েছে।

ট্রুডোর সরকার এর আগে অঙ্গীকার করে, যতদিন রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেন যুদ্ধ করে যাবে, ততদিন তারা কিয়েভের পাশে থাকবে। শুক্রবার জেলেনস্কি ট্রুডোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। তিনি এরপর কানাডার পার্লামেন্টে বক্তব্য রাখবেন।

এছাড়া জেলেনস্কি ও ট্রুডো টরন্টোয় গিয়ে সেখানকার বাণিজ্য খাতের নেতা ও সেখানে বসবাসরত ইউক্রেনীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে দেখা করবেন।