fgh
ঢাকাসোমবার , ২৯ মে ২০২৩
  • অন্যান্য

২৬ সাবেক পাক-এমপিএ ইমরানের দল ছাড়ছেন

অনলাইন ডেস্ক
মে ২৯, ২০২৩ ১১:১৫ পূর্বাহ্ণ । ১৩১ জন
ইমরান খানের দল পিটিআই

পাঞ্জাবের ২৬ সাবেক এমপিএ ইমরান খানের দল পিটিআই ছেড়ে পিএমএল-কিউ বা পাকিস্তান মুসলিম লীগ কায়েদে যোগ দিচ্ছেন। ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে গত ৯ মে দেশব্যাপী সহিংসতার প্রেক্ষিতে তারা সম্প্রতি পিটিআই ত্যাগের ঘোষণা দেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ইমরান খানকে গ্রেপ্তারের পর ইতিহাসের সবথেকে ভয়ানক অস্থিতিশীলতার একটি অবলোকন করে পাকিস্তান। এরপর গণহারে দলটি ছেড়ে যেতে শুরু করেছে নেতারা।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই সাবেক এমপিএ’রা এখন পিএমএল-কিউ দলের নেতাদের কাছে তাদের দল থেকে মনোনয়ন পাওয়ার আবেদন জানিয়েছেন। তারা আসন্ন নির্বাচনে লড়তে চান।

যদিও ইমরান খান অভিযোগ করেছেন যে, তার দলের নেতাদের জোরপূর্বক দলত্যাগে বাধ্য করা হচ্ছে।

রোববার দ্য নিউজের বরাত দিয়ে জিও টিভি জানিয়েছে, পিটিআই ছাড়া এই নেতারা এখন পিএমএল-কিউ দলে ভিড়তে চায়। এই এমপিএদের নেতৃত্বে রয়েছেন পিটিআই প্রেসিডেন্ট চৌধুরী পারভেজ এলাহির কাজিন চৌধুরী শুজাত হুসাইন।