fgh
ঢাকাবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩
  • অন্যান্য

ঢাকায় বিএনপির পদযাত্রা ও যুবলীগের শান্তি সমাবেশ বাতিল

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৬:৫৫ পূর্বাহ্ণ । ১৬৪ জন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে ঢাকায় আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয়  পদযাত্রার কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।বুধবার রাতে মোবাইলে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি জানান, তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যুতে গভীর শোক, সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করে ঢাকায় মহানগর দক্ষিণ বিএনপির বৃহস্পতিবারের পদযাত্রার কর্মসূচি স্থগিত করা হয়েছে। পদযাত্রার পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

বিএনপির ঘোষিত কর্মসূচি আজ বৃহস্পতিবার পুরান ঢাকা থেকে শুরু হয়ে নয়াপল্টন দলীয় কার্যালয় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।

অপরদিকে , একই কারণ  দেখিয়ে  পূর্বনির্ধারিত সমাবেশ বাতিল করেছে আওয়ামী যুবলীগ। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী সময়ে এই কর্মসূচির দিনক্ষণ জানানো হবে।