fgh
ঢাকাবুধবার , ১৯ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

খুলনায় বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করে মুসল্লিরা

অনলাইন ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ । ১৭৪ জন
বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ

অসহনীয় গরমে বৃষ্টির আশায় খুলনায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে নগরীর শহীদ হাদিস পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এই নামাজের আয়োজন করা হয়।

ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল।

নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। একইসঙ্গে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য দোয়া করেন মুসল্লিরা। এ সময় ইসলামী আন্দোলনের নেতাকর্মীসহ সাধারণ মানুষরাও অংশ নেন।

মুসল্লিরা জানান, গত কয়েকদিন ধরে খুলনায় তাপদাহ চলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং। ফলে প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। রোদে কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠছেন শ্রমজীবী মানুষরা। এছাড়াও বিভিন্ন স্থানে সড়কের পিচ গলে যাচ্ছে।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজা জানান, গত ১৬ এপ্রিল খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা গত ২৩ বছরের মধ্যে বেশি।