fgh
ঢাকারবিবার , ৯ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

আবারও ইউক্রেন বিদ্যুৎ রপ্তানি করার সক্ষমতা অর্জন করেছে।

অনলাইন ডেস্ক
এপ্রিল ৯, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ণ । ১৭৭ জন
ছবি: সংগৃহীত

কয়েক মাস ধরে রাশিয়ার একের পর এক হামলার ধকল কাটিয়ে উঠেছে ইউক্রেন। গত ছয় মাসের মধ্যে এই প্রথমবার ইউক্রেন বিদ্যুৎ রপ্তানি করার সক্ষমতা অর্জন করেছে।

গত বছরের অক্টোবর মাস থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়া দীর্ঘমেয়াদি হামলা শুরু করে। হামলায় ইউক্রেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেশটিতে ব্ল্যাকআউট হয়েছে। শীতকালে শহরগুলো অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে ইউক্রেন বিদ্যুৎ রপ্তানি বন্ধ করতে বাধ্য হয়। তবে এখন আবার দেশটি অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করার সক্ষমতা অর্জন করেছে।