বিশ্বকাপের ঠিক এক মাস আগে বাংলাদেশ আর ভারতের ক্রিকেটীয় সম্পর্ক গিয়ে ঠেকেছে তলানীতে। যার ফলে বিশ্বকাপে বাংলাদেশের খেলাও অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। বিষয়টা এখন আইসিসির কোর্টে। তবে এইসব ক্ষেত্রে আইসিসি মোটেও অভিভাবকের মতো আচরণ করে না, এমনটাই জানালেন সাবেক ইংলিশ ক্রিকেটার মঈন আলী।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে মঈন এখন আছেন সিলেটে। সেখানে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এসব কথা। তবে তিনি জানালেন, কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ফলে তার খারাপ লেগেছে বেশি।
এবারের বিপিএলে মঈন আলী খেলছেন সিলেট টাইটান্সের হয়ে/সংগৃহীত
তিনি বলেন, ‘অন্য সবকিছুর চেয়ে মোস্তাফিজের জন্যই আমার খারাপ লাগছে বেশি। এত ভালো একটা চুক্তি পেয়েছিল, এবং তার ক্যারিয়ার ধরলে, এত বছরের কুশলী পারফরম্যান্স ও পথচলা, তার পর এত ভালো কিছু পেল…। অন্য দলেও থাকতে পারত সে, কিন্তু তাকে পেল কেকেআর… আর সত্যি বলতে, যে কারও চেয়ে বেশি ভুগতে হচ্ছে তো তাকেই।’
বিশ্বকাপ নিয়ে বিসিবিকে কঠোর নির্দেশনা আইসিসির
মোস্তাফিজকে কলকাতা বাদ দিয়ছে সেখানকার রাজনৈতিক চাপে পড়ে। এরপরই আইসিসিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বার্তা দিয়েছে, তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। তবে এই প্রতিক্রিয়ার কারণে বিসিবিকে দায় দেওয়ার মতো কিছুই দেখছেন না মঈন।
তিনি বলেন, ‘আজকেই পড়লাম বাংলাদেশ (যাচ্ছে না ভারতে)… এবং (আইপিএল) সম্প্রচার বন্ধ করেছে। এটা আসলে… বাংলাদেশকে দায় দিচ্ছি না আমি। তবে যারাই এসব করছে, যারাই এগুলো টেনে আনছে, খুবই ফালতু কাজ হচ্ছে, কারণ ক্রিকেটের ব্যাপারটি ভিন্ন। লোকে ক্রিকেট খেলে এবং ভালোবাসে, বিশেষ করে উপমহাদেশে।’
ক্রিকেটে রাজনীতি ঢুকে পড়াটাকে ভালো চোখে দেখছেন না মঈন। এক্ষেত্রে আইসিসির ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। তার কথা, ‘অনেক দিন ধরেই এসব হচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না। কেউ যেন দেখেও দেখছে না, উপেক্ষা করছে। পাকিস্তানের সঙ্গে এসব হচ্ছেই এবং আইসিসি স্রেফ…।’
বিশ্বকাপে বাংলাদশের খেলার সম্ভাবনা ‘শূন্যের কোঠায়’
তার অভিমত, আইসিসিওঅভিভাবকের মতো কাজ করছে না আদৌ। তিনি বলেন, ‘আইসিসি কখনোই এরকম (অভিভাবক) নয়। এটিই সত্যি। কিন্তু কেউ কিছু বলে না। সবাই জানে, এটা কে চালায়…।’
অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো শীর্ষ দেশগুলোর ভূমিকা রাখা উচিত বলে মনে করেন মঈন। কিন্তু তারাও কিছু বলে না। এক্ষেত্রেও হতাশা প্রকাশ করেছ মঈন আলী। তিনি বলেন, ‘তারাও কিছু বলে না। তাদের বলা উচিত। কিন্তু গোটা দুনিয়া এভাবেই চলছে। শুধু ক্রিকেটে নয়, বা রাজনীতিতে নয়, গোটা বিশ্বেই এসব চলছে। সবারই নিজের এজেন্ডা আছে এবং যতদিন তারা ঠিক আছে, অন্য কিছু আর পাত্তা দিচ্ছে না।’





