fgh
ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  • অন্যান্য

ইসরাইলি হামলায় গাজায় একদিনে নিহত ৩৯ ফিলিস্তিনি

আন্তর্জাতিক
আগস্ট ১০, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ । ২৭ জন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪১৯ জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এর মধ্যদিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘর্ষে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৩৬৯ জনে। এই ঘটনায় আহতের সংখ্যা এখন ১ লাখ ৫২ হাজার ৮৫০ জনেরও বেশি। শনিবার (৯ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অনেক লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা সেসব স্থানে যেতে পারছে না। গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে অন্তত ২১ জন নিহত এবং ৩৪১ জনের বেশি আহত হয়েছেন। ২৭ মে থেকে এই ধরনের সহায়তা নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৩ জন এবং আহতের সংখ্যা ১২ হাজার ৫৯০ এরও বেশি। এছাড়া ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অনেক শিশু রয়েছে। এর ফলে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা গাজায় বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে, যার মধ্যে ৯৮ জন শিশু।

এই সামরিক সংঘর্ষের সূচনা হয় ২০২৩ সালের ৭ অক্টোবর, যখন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলি ভূখণ্ডে আকস্মিক হামলা চালায়। ওই দিন প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা ও ২৫১ জনকে বন্দি করে। এর প্রতিশোধ নিতে ইসরায়েলি বাহিনী গাজায় যুদ্ধ শুরু করে। দীর্ঘ ১৫ মাস ধরে চলা এই অভিযানের কারণে বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। যদিও ২০২৪ সালের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু তা মাত্র দু মাস স্থায়ী হয়। ১৮ মার্চ থেকে পুনরায় গাজায় অভিযানের ঘটনা ঘটে।

অপরদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজার যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়া গণহত্যার অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি রয়েছে। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি