ইউরোপের মিডিয়াতে খবর হয়েছিল, মধ্যপ্রাচ্য ছাড়তে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব বিশ্বকাপে খেলা কয়েকটি দলও তাকে পেতে নাকি তোড়জোড় চালাচ্ছিল। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি ক্লাবের নামও জড়িয়েছিল। যদিও শেষ পর্যন্ত গুঞ্জন অবধিই থেকেছে সব আলোচনা। পর্তুগালের সুপারস্টার সৌদি প্রো লিগেই থাকছেন।
গত ২৫ জুন রোনালদোর সঙ্গে দুই বছর চুক্তি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে আল নাসর। ৪২ বছর বয়সেও তাকে দেখা যাবে সৌদি প্রো লিগে। তবে প্রস্তাব নাকি এসেছিল, রোনালদো সেটি ফিরিয়েছেন। কেন সেই কারণও অবশেষে জানিয়েছেন সিআর সেভেন।