fgh
ঢাকাবৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য

জোড়া মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ । ৩৪০ জন

বগুড়ার শাজাহানপুরে জোড়া নজমুল উলুম কামিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২০জুলাই) মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে  অধ্যক্ষ এ এইচ এম শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মাসুদ হোসেন।
এর আগে মাদ্রাসা মাঠে সকাল থেকেই বিভিন্ন রকমের খেলায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। তারা বলেন পড়াশুনায় মনোনিবেশ করতে খেলা ধুলার গুরুত্ব অপরিসীম।বিগত বছরগুলোর চেয়ে এবারে আয়োজন ভিন্ন রকম জানিয়ে তারা আরো বলেন এত সুন্দর আয়োজন তাদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে। সেই সাথে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষক ও আয়োজকদের প্রতি। এছাড়াও খুদে শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজো ইভেন্টে  শহীদ আবু সাঈদ, কৃষক, ডাক্তার সহ বিভিন্ন রকমের সাজে মুগ্ধ করেন শিক্ষকদের। শিক্ষকরা বলেন; খেলাধুলা শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি অপসংস্কৃতির হাত থেকে তাদের দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।
এছাড়াও পরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের সময়ের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা বলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন। এছাড়াও মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুল মতিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল শিক্ষক,কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা।