fgh
ঢাকামঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪
  • অন্যান্য

বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তানের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক:
নভেম্বর ১২, ২০২৪ ১০:৪৩ পূর্বাহ্ণ । ৬২ জন

প্রথম দুই ম্যাচে দুদলের জয় একটি করে। তাই তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল শিরোপা নির্ধারণী। এমন ম্যাচে বাংলাদেশ সুযোগ হারালেও আফগানিস্তান কোনো ভুল করেনি। রহমানউল্লাহ গুরবাজের দুর্দান্ত সেঞ্চুরি আর ওমজাইয়ের দৃঢ়তায় বাংলাদেশকে হতাশ করে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানিস্তান।

সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল হাশমতউল্লাহ শাহিদির দল।

ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগারদের অন্তবর্তী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম দুই ম্যাচে সমতা থাকায় এই ওয়ানডেটি অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। এমন ম্যাচে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রান করেন। ইনিংসের শেষ বলে রান আউট হওয়া মাহমুদউল্লাহ ৯৮ রান করেন।

পরে ২৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখেই জয় তুলে নেয় আফগানিস্তান। একই সঙ্গে ম্যাচ ও সিরিজ জিততে দলটি ব্যয় করে ৫ উইকেট।