fgh
ঢাকাসোমবার , ৪ নভেম্বর ২০২৪
  • অন্যান্য

ভোটার টানতে শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত হ্যারিস ও ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
নভেম্বর ৪, ২০২৪ ১০:৩৭ পূর্বাহ্ণ । ৭৮ জন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তেও জর্জিয়া, নর্থ ক্যারোলিনা ও পেনসিলভেনিয়া- দোদুল্যমান তিন রাজ্যে ভোটারদের কাছাকাছি যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

আর ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস নিজে প্রচারণা চালিয়েছেন মুসলিম অধ্যুষিত রাজ্য মিশিগানে। তার রানিং মেট জর্জিয়া আর নর্থ ক্যারোলিনায় ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিসের সামনে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার হাতছানি। গর্ভপাত ইস্যুতেও বিভক্তি স্পষ্ট ভোটারদের মধ্যে।

বাংলাদেশি আমেরিকানরাও এবারের ভোটে স্পষ্টতই বিভক্ত। আগের নির্বাচনগুলোতে বাঙালি ভোটাররা ডেমোক্র্যাটপন্থী হলেও এবার লড়াইটা সমানে সমান। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে যাচ্ছে বিশ্ববাসী, যার চূড়ান্ত ফল জানা যাবে ৫ নভেম্বরের পর।