fgh
ঢাকাশুক্রবার , ২৬ জুলাই ২০২৪
  • অন্যান্য

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যান চলাচল, টোল আদায়ে ধস

অনলাইন ডেস্ক
জুলাই ২৬, ২০২৪ ১১:০৮ পূর্বাহ্ণ । ৯১ জন

সরকারি চাকরিতে কোটা বিরোধী সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশকারী ও দুষ্কৃতকারীদের সহিংসতা দমন করতে জারি হওয়া টাঙ্গাইলে কারফিউ শিথিল হওয়ার প্রায় এক সপ্তাহ পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঢাকা, ময়মনসিংহ ও উত্তরবঙ্গগামী দূরপাল্লার গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসছে।

তবে শিক্ষার্থীদের আন্দোলন ও কারফিউের কারণে যমুনা নদীর ওপর নির্মিত টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন পারাপার ও টোল আদায়ে ধস নেমেছে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাইয়ে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিম প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয় ১৪ হাজার ৭৭৮টি। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩১ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। ১৯ জুলাই ১৩ হাজার ৯৮৬ পরিবহনের বিপরীতে টোল আদায় ১ কোটি ১৭ লাখ ৪৫ হাজার ৯৫০ টাকা, ২০ জুলাই ৮ হাজার ৮৪৩টি পরিবহনের বিপরীতে ৭১ লাখ ৬ হাজার ৪০০ টাকা, ২১ জুলাইয়ে ৭ হাজার ৩০৬ পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ৫৯ লাখ ১৪ হাজার ৩০০ টাকা, ২২ জুলাইয়ে ৯ হাজার ৩১৬ পরিবহনের বিপরীতে ৭৩ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা ও ২৩ জুলাইয়ে ১১ হাজার ৯০৭ পরিবহনের বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছে ৯৯ লাখ ৮৩ হাজার ৭০০ টাকা।