ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি ভোটকেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে দায়িত্ব পালনকারী পুলিশ।মঙ্গলবার (২১ মে) উপজেলার শঠিবাড়ী মহাবিদ্যালয় কলেজ ভোটকেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকরা হলেন মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর গ্রামের রুমান মিয়া (২৭) ও রাশেদ মিয়া (২৮)।
জানা গেছে, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী ও মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার যুবকদের জালভোট দেওয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাস করে কারাদণ্ডাদেশ দেন।