fgh
ঢাকামঙ্গলবার , ২১ মে ২০২৪
  • অন্যান্য

হেলিকপ্টার দুর্ঘটনার কারণ জানাল

অনলাইন ডেস্ক:
মে ২১, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ । ১৩০ জন

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ও তাদের সফরসঙ্গীদের প্রাণহানি ঘটে। দেশটিতে নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ (ইরনা) ‌এ খবর জানিয়েছে।

১৯ মে রোববার হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার এ ঘটনায় ষড়যন্ত্রের ‘গন্ধ’ খুঁজে পাচ্ছেন অনেকে। হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে ইরানের সরকারি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে রাইসির হেলিকপ্টার ভেঙে পড়েছিল পাহাড়ে।

ইরান নাকি এই হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ‘সাহায্য’ চেয়েছিল; কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে- পরিকাঠামোগত সমস্যার কারণে তারা সাহায্য করতে পারছে না।

২০২১ সাল থেকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ইব্রাহিম রাইসি। তার শাসনামলেই ইরানি-কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক নাগরিক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল।

রাইসির মৃত্যু নিশ্চিত হওয়ার পর ইরানের ক্যাবিনেট একটি বিবৃতিতে বলেছে- ‘কোনো ধরনের বাধা ছাড়াই সরকার কাজ চালিয়ে যাবে। এই অনুগত জাতিকে আশ্বস্ত করতে চাই যে, আয়াতুল্লাহ রাইসির অক্লান্ত চেতনায় সেবার পথে অব্যাহতভাবে হাঁটতে থাকব আমরা।