ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
  • অন্যান্য

হবিগঞ্জের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত

অনলাইন ডেস্ক
মার্চ ১৪, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ । ৭০ জন
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার মক্রমপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের মাস্টার রমজান উল্লাহ এবং রফিক মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় দেব জাগো সাংবাদিকদের  বলেন, দুটি গোষ্ঠীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরেই মূলত মঙ্গলবার তাদের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে এ ঘটনায় কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি।