ঢাকাবৃহস্পতিবার , ১৮ মে ২০২৩
  • অন্যান্য

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কৃষি খাতে বেশি ক্ষতি হয়েছে

অনলাইন ডেস্ক
মে ১৮, ২০২৩ ১০:৩৯ পূর্বাহ্ণ । ৬১ জন
ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। বেশি ক্ষতির শিকার হয়েছে দেশের কৃষি খাত। তবে সারে ভর্তুকি দিয়ে এই খাতের চিত্র বদলানো সম্ভব। যুদ্ধের কারণে দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। সরকার যদি ভর্তুকি না দিত, তাহলে গ্রামের অরক্ষিত জনগোষ্ঠীর প্রায় ৩০ লাখ মানুষের দারিদ্র্য হওয়ার আশঙ্কা ছিল। তখন এসব মানুষকে সুরক্ষা দেওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি হতো তাদের ‘ক্যাশ ট্রান্সফার’ বা সরাসরি টাকা দেওয়া।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গতকাল বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বিআইডিএস রিসার্চ অ্যালমানাক ২০২৩’ শীর্ষক সম্মেলনের একটি কারিগরি অধিবেশনে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বিআইডিএসের গবেষক তাহরিন তাহরীমা চৌধুরী ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বাংলাদেশের অর্থনীতিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব: একটি সাধারণ ভারসাম্য বিশ্লেষণ’ শীর্ষক গবেষণাপত্রটি উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গবেষণার সহ-লেখক আংগা প্রদেশা।