ঢাকারবিবার , ২২ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

বগুড়া শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২২, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ । ৯৮ জন

স্টাফ রিপোর্টারঃ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থির খোঁজ খবর নিতে ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে রবিবার বিকালে বগুড়ায় আসেন রাজশাহী  রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান আনিস।

এসময় তিনি বগুড়া শহরের ডায়ালপট্টি সার্বজনীন দূর্গা মন্দির দত্ত বাড়ি দুর্গা মন্দির, চেলো পাড়া সর্বজনীন দুর্গা মন্দির সহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন।

এসময় সাথে ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।

ডিআইজি আনিসুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমরা কোনো আশঙ্কা অনুভব করছেন না। তবুও সব পরিস্থিতি বিবেচনায় রেখে প্রতিটি মণ্ডপে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরো বলেন, মানুষরূপী কিছু অসুর আছে, যারা গোপনে গোপনে দেশ এবং মানুষের ক্ষতির জন্য নানা রকমের ষড়যন্ত্র রচনা করে। তাই এসব মানুষরূপী অসুরদের থেকে আমাদের সচেতন হতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডিআইজি বলেন, আমরা কোনো প্রকার শঙ্কা অনুভব করছি না। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগতে চাই না।

সনাতন ধর্মাবলম্বীরা যাতে দুর্গোৎসব স্বাভাবিকভাবে পালন করতে পারেন সেজন্য সব আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। এবারের জেলায় ৭১৬ টি মন্ডবে পূজা হচ্ছে। সব জায়গায় দুর্গাপূজা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। উৎসাহ-উদ্দীপণার মধ্য দিয়ে সবকিছু শেষ হবে এবারের পূজা এমনটাই আশা সকল ধর্মের মানুষের।