ঢাকারবিবার , ৫ মে ২০২৪
  • অন্যান্য

বগুড়ায় ওষুধ ব্যবসায়ীদের প্রতীকী ধর্মঘট পালন

স্টাফরিপোর্টার:
মে ৫, ২০২৪ ৩:১৩ অপরাহ্ণ । ৩৬ জন

দুই ওষুধ ব্যবসায়ীকে জেল জরিমানা করার প্রতিবাদে এবং হয়রানী মূলক ভ্রাম্যমাণ আদালতের মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট বগুড়ায় জেলা শাখার আয়োজনে দোকান বন্ধ রেখে প্রতীকী ধর্মঘট করেছেন ওষুধ ব্যবসায়ীরা।  রোববার  সকাল ১১টায় শহরের মেরিনা রোড়ে এ প্রতীকী অনশন ধর্মঘট করেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির  সিনিয়র-সহ সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিচাল আতিকুর রহমান সোহেল,জাহিদুল বারী জাহিদ, আতাউর রহমান,ইনছান আরী ফারুক হোসেন  বাদল কুন্ডু।

বক্তারা বলেন, কোম্পানি ওষুধ তৈরি করছে, ডাক্তারগন প্রেসক্রিপশন করছে, ওষুধ প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে আমরা দোকানে রাখলে আমাদের জেল জরিমানা করা হচ্ছে, যেটা মোটেও কাম্য নয়।

তারা আরো দাবি করে বলেন, ওষুধ প্রশাসন কর্তৃক ব্যবসায়ীদের বিরুদ্ধে আনিত মামলা প্রত্যাহার করতে হবে।  ওষুধ প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর কর্তৃক ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে।