ঢাকামঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩
  • অন্যান্য

পাকিস্তানের মানবাধিকার কর্মী মাজারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আগস্ট ২২, ২০২৩ ১২:০৯ অপরাহ্ণ । ৪৮ জন
পাকিস্তানের মানবাধিকার কর্মী ও আইনজীবী ইমান জয়নাব মাজারি

পাকিস্তানের মানবাধিকার কর্মী ও আইনজীবী ইমান জয়নাব মাজারি গ্রেফতার করেছে ইসলামাবাদ পুলিশ।

ইসলামাবাদ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ইমান মাজারিকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজনকে তদন্তের জন্য খুজছিল পুলিশ। আইন অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে।

কোন মামলায় মানবাধিকার আইনজীবী ইমান জয়নাব কে গ্রেফতার করা হয়েছে তা এখনো সুনির্দিষ্ট করে জানায়নি পুলিশ।

এর আগে রোববার ভোরে ইমান মাজারি সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করেন। তিনি লেখেন, অজানা ব্যক্তিরা আমার বাড়ির ক্যামেরা ভেঙে গেট পেরিয়ে বাসায় ঢোকার চেষ্টা করছে।

এর প্রায় এক ঘণ্টা পরে, তার মা, সাবেক পিটিআই নেতা শিরিন মাজারি, পোস্ট করেছেন যে, সাদা পোশাক পড়া কয়েকজন পুরুষ এবং কয়েকজন নারী আমাদের দরজা ভেঙে আমার মেয়েকে নিয়ে গেছে।

তিনি আরও লেখেন, আমি তাদের জিজ্ঞেস করেছিলাম আমার মেয়েকে কেন নিয়ে যাওয়া হচ্ছে। তারা পুরো বাড়ি তছনছ করেছে। তারা আমার মেয়েকে ঘুমের পোশাক পরা অবস্থায় নিয়ে গেছে। কাপড় পাল্টানোর সময় পর্যন্ত দেয়নি। তারা তাকে টেনে নিয়ে গিয়েছে।