ঢাকামঙ্গলবার , ৭ মে ২০২৪
  • অন্যান্য

নাক দিয়ে রক্ত ঝরলে

অনলাইন ডেস্ক:
মে ৭, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ । ১৩ জন

বিষয়টি যদিও দুশ্চিন্তার, কিন্তু শিশু বয়সে নাক দিয়ে রক্ত ঝরা সচরাচর ঘটনা এবং বেশির ভাগ ক্ষেত্রে তেমন ভয়ানক কিছু নয়। বাসাতেই সামাল দেওয়া যায়। নাক দিয়ে রক্ত পড়া শীতকালেই বেশি ঘটে। আর বাতাস যদি বেশি শুষ্ক থাকে, এটা ঘটার ঝুঁকি বেড়ে য়ায়।

এটি পরামর্শ দিয়েছেন—
প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী

সাবেক বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল।

কারণ

* নখ বা আঙুলের খোঁচা

* কোনো বস্তু নাকে ঢুকলে

* নাকের পর্দা শুষ্ক থাকলে, বা তাতে ঘা হলে

* ওপর শ্বাসতন্ত্রের সংক্রমণ, সাইনুসাইটিস বা অ্যালার্জিক রাইনাইটিস

* ক্রনিকভাবে নাকে স্টেরয়েড স্পের ব্যবহার

* রক্তনালির ত্রুটি

* রক্তরোগ—আইটিপি, ভন উইলিব্রেন্ড ডিজিজ, হিমোফাইলিয়া

* কিডনি ফেইলিওর

* নাকের পলিপস ও অন্যান্য টিউমার

* বয়ঃসন্ধিকালের ছেলে শিশুতে বড় মাপের রক্তপাত উপসর্গ সংবলিত রোগ—ন্যাজাল অ্যানজিওফাইব্রোমা

লক্ষণ

* হঠাৎ করে রক্ত ঝরতে থাকে। সাধারণত এক ছিদ্র থেকে, কখনো বা দুই নাসারন্ধ্র হতেও

* নাকের ক্ষত থাকলে, বেশি দৌড়াদৌড়ির পর রক্ত ঝরে

 রাতে রক্তপাত হলে শিশু তা গিলে ফেলে, পরদিন বমি বা রক্ত মলে তা প্রকাশ পায়

চিকিৎসা ব্যবস্থাপনা

* বেশির ভাগ কয়েক মিনিটে নাক থেকে রক্ত ঝরা থেমে যায়

* এ অবস্থায় বেশি অস্থির না হয়ে শিশুকে এমনভাবে বসিয়ে রাখুন, যাতে মাথা খানিকটা সামনের দিকে ঝুঁকে থাকে। ফলে সে আর রক্ত গিলে ফেলবে না

* শিশুকে শান্তভাবে বসানো অবস্থায় বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দিয়ে ১০ মিনিট বা রক্তপাত বন্ধ না হওয়া পর্যন্ত নাকটা টিপে রেখে মুখ দিয়ে শ্বাস নিতে বলুন।

মুখের রক্ত লালা থুথু দিয়ে ফেলে দেওয়া উচিত। দরকার হলে নাকের ওপরের অংশে বরফ ব্যবহার করা
* এতে রক্তক্ষরণ বন্ধ না হলে ভ্যাসলিন দিয়ে তুলা ভিজিয়ে প্ল্যাগ বা পুঁটলির মতো করে নাকের ছিদ্রে ঢুকিয়ে দিতে হবে। খেয়াল রাখা চাই, যেন তুলার কিছু অংশ নাকের বাইরে থাকে। নাকের ভেতরে না খোঁটানো।

পরে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া
* ‘ইএনটি’ বিশেষজ্ঞ দেখানো

প্রতিরোধ

* নাক খোঁটানোর অভ্যাস পরিত্যাগ করা

* শিশুর বেডরুম যেন আর্দ্রতাসম্পন্ন থাকে, বিশেষত শীতকালে

* নাকের সংক্রমণ ও অ্যালার্জির যথাযথ ব্যবস্থাপনা

* নাকে স্টেরয়েড স্প্রে নেওয়ার অভ্যাস থাকলে তা এই সময়ে বন্ধ রাখা